অনার্স তয় বর্ষ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ( গ্রামীণ সমাজবিজ্ঞান 232003) . Honours 3Rd year exam 2020 sociology questions answer 232003 (Rural sociology)

 Honours 3rd year final examination 2020 was held today. A huge of students was attend this exam. Without regular student there were a number of students attend this exam for their incourse ( which was fail or not attend ) exam. It is the exam after a long time about two or three years for the horrible corrona virus. For the running corrona virus the exam held delay. But , now the students are very happy for attending the exam. 


 






                  (গ্রামীণ সমাজবিজ্ঞান)

                       সময়—৪ ঘণ্টা

পূর্ণমান-৮০

(দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

                   ক- বিভাগ

(যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও)

মান—১x১০=১০

১। (ক) “গ্রামীণ পরিবেশে জীবন ব্যবস্থার সামাজিক অধ্যয়নই গ্রামীণ সমাজবিজ্ঞান”-উক্তিটি

কার?

[“Rural sociology is the study of life in the rural environrient"—Who

gives the statement?]

উত্তর : গ্রামীণ পরিবেশে জীবন ব্যবস্থার সামাজিক অধ্যয়নই গ্রামীণ সমাজবিজ্ঞান”-উক্তিটি D. Sandarson  এর। 


(খ) “Rural Development : Principles, Politics and Management”—গ্রন্থের

রচয়িতা কে?

[Who is the author of the book “Rural Development : Principles,

Politics and Management"?]

উত্তর : Rural Development : Principles, Politics and Management”— গ্রন্থটির রচয়িতা হলেন  Katar Sing.

(গ) কৃষক সমাজ' প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন?

[Who first coined the word 'Peasant society'?]

উত্তর : প্রখ্যাত রাশিয়ান সমাজতাত্ত্বিক A.V. Chayanov প্রথম কৃষক সমাজ প্রত্যয় টি ব্যাবহার করেন ।

(ঘ) শালিস’ শব্দটি কোন ভাষা হতে এসেছে?

[From which language the word 'Salish' has been derived?]


উত্তর : শালিস শব্দটি আরবী ভাষা থেকে এসেছে ।


(ঙ) ১৯৫০ সালের ভূমি সংস্কারের মূলমন্ত্র কী ছিল?

[What was the basic principle of the land reform of 1950?]


উত্তর : ১৯৫০ সালে ভূমি সংস্কারের মূলমন্ত্র ছিল জমিদারি প্রথার বিলুপ্তি সাধন। 

(চ) দারিদ্র্যের দুষ্টচক্র' প্রত্যয়টির প্রবক্তা কে?

[Who is the proponent of the concept of Vicious Cycle of Poverty'?]

উত্তর : দারিদ্র্যের দুষ্টচক্র প্রত্যয় টির প্রবক্তা হলেন   Ragnar Narks . 


(ছ) সবুজ কর কী?

[What is green tax?]

উত্তর :  সবুজ কর হলো পরিবেশ দূষণকারী কর্মকাণ্ডের ওপর আরোপিত আবগারি শুল্ক। সবুজ করের অর্থ- পরিবেশের উন্নয়ন করা, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস করা বা পরিবেশগতভাবে টেকসই পরিবেশ (Sustainable environment) তৈরি করতে সহায়তা করা


(জ) গ্রামীণ ক্ষমতা কাঠামাের মূল ভিত্তি কী?

[What is the main basis of rural power structure?]

উত্তর : গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি হলো ভূমির মালিকানা।


(ঝ) নাচলের রাণী কে ছিলেন?

[Who was the Queen of Nachol'?]


উত্তর: নাচোলের রাণী ছিলেন ইলামিত্র।

(ঞ) সবুজ বিপ্লবের মূল লক্ষ্য কী?

(What is the key objective of green revolution?]


উত্তর : সবুজ বিপ্লবের মূল লক্ষ হলো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।


(ট) স্থানান্তর গমন কী?

[What is migration?]

উত্তর : স্থায়ী বসবাসের উদ্দেশ্যে একস্থান থেকে অন্যত্র গমন করাকে স্থানান্তর গমন বলে।


DFID এর পূর্ণরূপ কী?

[What is the full form of DFID?]

পর পৃষ্ঠা দ্রষ্টব্য

DFID এর পূর্ণরূপ হলো ' Department For International Development.





See the all short question's answer of classical social theory exam.



         সমাজবিজ্ঞান

       বিষয় কোড (223201)

    (Classical Sociological Theory)

            সময়-৪ টা।

            পূর্ণমান-৮0

দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নসমূহের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

                                                  ক বিভাগ

(যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দেও)

মান—১x১০=১০

 (ক) সমাজবিজ্ঞান বিকাশে কোন দুটি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?

[Which two important revolutions helped the development Sociology?]।

উত্তর : সমাজবিজ্ঞান বিকাশে যে দুটি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে  সেদুটি হলো :-

১।  শিল্পবিপ্লব ২। ফরাসি বিপ্লব


খ)  জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা কে?

[Who is the proponent of the theory of Organic Analogy?]

উত্তর : জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা হলেন হার্বার্ট স্পেন্সার।


(গ) সমাজ হচ্ছে একটি জৈব সত্তা’—উক্তিটি কার?

["Society is an organism --Who stated it?]

উত্তর : সমাজ হচ্ছে একটি জৈব সত্তা উক্তিটি হার্বার্ট স্পেন্সার এর ।


(ঘ) The New Science' গ্রন্থটির লেখক কে?

[Who is the author of the book “The New Science'?]

উত্তর : The New Science গ্রন্থের লেখক হলেন সমাজবিজ্ঞানী ভিকো ।


(ঙ) উপরিকাঠামাে কী?

[What is superstructure?)

উত্তর : মার্কস সংস্কৃতিকে উপরিকাঠামো বলেছেন । দর্শন, কলা, সাহিত্য, রীতিনীতি, প্রচলিত বিশ্বাস ও মূল্যবোধ এর অন্তর্গত। 


(চ) সামাজিক ঘটনা কী?

[What is social fact?]

উত্তর : সমাজস্থ ব্যাক্তিবর্গ দ্বারা সংগঠিত প্রপঞ্জো যা সমাজের অধিকাংশ মানুষের মনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিস্তার করে এটাই সামাজিক ঘটনা বলে।


ছ) ‘Verstehen’ শব্দের অর্থ কী?

[What is the meaning of the word 'Verstehen'?]

উত্তর :  'Verstehen ' শব্দের অর্থ হলো অন্তর্দৃষ্টি।


জ) লালফিতার দৌরাত্ম কী?

[What is red tapism?]


উত্তর: আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রাতিষ্ঠানিক  কাজের দীর্ঘসূত্রিতা কে লালফিতার দৌরাত্ম বলে।


ঝ) রেসিডিউস কী?

[What is residues?)

উত্তর : Residues মূলত  মানুষের ভাবাবেগ নয় ; বরং ভাবাবেগ এর বহিঃপ্রকাশ। 


(ঞ) ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া কত প্রকার?

[How many types of social action are there according to Max Weber?

উত্তর : ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া ৪ প্রকার ।


ট)  ‘বিচ্ছিন্নতাবােধ’ তত্ত্বটির প্রবক্তা কে?

[Who is the proponent of the theory of 'Alienation'?]

উত্তর : বিচ্ছিন্নতাবোধ তত্ত্বের প্রবক্তা হলো কার্ল মার্কস।

ঠ) প্যারেটোর মতে ‘এলিট' কয় ধরনের?

[How many types of elite according to Pareto?]

 

উত্তর : Pareto এর মতে  এলিট ২ প্রকার।





                            ************


For searching : honours 3Rd year ( classical social theory 232001)  sociology  exam 2020  question answer. অনার্স ৩য় বর্ষ পরীক্ষার সমাজবিজ্ঞান ( ধ্রুপদি সমাজতাত্ত্বিক তত্ত্ব) প্রশ্নের উত্তর. Sociology honours 3Rd year exam 2020 questions answer classical social theory.

For More please click on : www. Englishcareschool.com


Thanked by : MD MURSHID ALAM

Post a Comment

0 Comments